যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছে। ইন্টার মায়ামির বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছে তারা। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের ম্যাচে খেলে এবার সবার নজর কেড়েছে মাতেও মেসি। মায়ামির অনূর্ধ্ব–৯ দলের হয়ে খেলা সেই ম্যাচে একাই ৫ গোল করেছে মাতেও। এই ৫ গোলের মধ্যে একটি ফ্রি কিক থেকে পেয়েছে মাতেও। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রিকিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ। অনেকটাই নিজের বাবার মতোই শট নিয়েছে মাতেও।