ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোরশেদুল আলম কাদেরী। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আখতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল কালাম চৌধুরী। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাবুবুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক করিমুন্নেছা,শিক্ষক আবু তাহের,রুবিদাশ,সাজেদ হোসেন খান,সাবিনা ইয়াসমিন, মাসুমা বেগম প্রমুখ। প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।