কক্সবাজারে ছিনতাই চক্রের প্রধান সালমান শাহ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের ছিনতাই চক্রের প্রধান সালমান শাহকে আটক করেছে র‌্যাব। গত ২৯ মার্চ এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব১৫ এর মিডিয়া কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বলেন, গত ২৩ মার্চ দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার দিন ভুক্তভোগী নুরুল আজিম বন্ধুসহ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে রুমালিয়ার ছড়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছালে ছিনতাই চক্রের মূলহোতা সালমান শাহসহ আরও ২/৩ জন ছিনতাইকারী ছুরি ও কিরিচ নিয়ে তাদের পথরোধ করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাই চক্রটিকে গ্রেপ্তারে মাঠে নামে র‌্যাব। যার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ছিনতাই চক্রের মূলহোতা সালমান ওরফে সালমান শাহকে (২৭) আটক করা হয়। সে টেকনাইফ্যা পাহাড় এলাকার খুইল্যা মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, সালমান শাহ’র নেতৃত্বে তার বাহিনী রাতে শহরের বিভিন্ন অলিগলিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পথচারীদের টাকা, মোবাইল, হাতঘড়ি ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির পণ্য মজুদ করে বিক্রি, কক্সবাজারে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবড়উঠানে কোরআন তেলাওয়াত, হামদ্‌-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ