সেটার ফলের দিকে লক্ষ্য করো যখন ফলবান হয় এবং সেটার পরিপক্ব হবার প্রতি। নিশ্চয় এর মধ্যে নিদর্শনসমূহ রয়েছে ঈমানদারদের জন্য।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৬:৯৯) সূরা আন্ ‘আম।
জাকাত কখনও মালের সহিত মিশ্রিত হয় না, কিন্তু উহাকে দংশন করে।
– আল–হাদিস (বোখারী)।
কর্মদক্ষতাই মানুষের সর্বাপেক্ষা বড় বন্ধু।
– দাওয়ানি।