আজিম হাকিম স্কুল এন্ড কলেজ : কর্ণফুলি উপজেলাধীন আজিম হাকিম স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আয়ুব বিবি ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মাস্টার হাফেজ আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য এম এ সালাম, কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগের সদস্য দিল আহমেদ শাহীন ও জালাল আহমেদ, চরপাথরঘাটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ রাজা, বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুর আলমসহ শিক্ষকবৃন্দ।
ডাক দিয়ে যাই : বাউবি শিক্ষার্থী কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে স্বাধীনতা দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সরকারি সিটি কলেজের আহ্বায়ক আশরাফুল ইসলাম সাকিল, হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, বিজয় স্বরনী কলেজের উপদেষ্টা ও মহসিন কলেজের এজিএস রুবেল হোসেন। উপস্থিত ছিলেন হাজেরা তজু ডিগ্রি কলেজের আহ্বায়ক সাদিয়া চৌধুরী, এনায়েত বাজার মহিলা কলেজের এজিএস ইসরাত জাহান, মোবারক, খলিল, আজিজুল, রতন, ইকবাল, জিয়াউর, আরমান, সিহাব, অন্তু, মাহাদি, রিফা, জেসমিন, মরিয়ম, এনি, বিবি কুলসুম, সিমলা, সাফা, ইতু, ইকরা, রাকিব, ইউনুস, আব্দুর রহিম প্রমুখ।
ছাত্র–যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ : বাংলাদেশ ছাত্র–যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম আইন কলেজ শাখার পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট চন্দন তালুকদার। আরও উপস্থিত ছিলেন এডভোকেট নিখিল কুমার নাথ, এডভোকেট দীর্ঘতম বড়ুয়া, এডভোকেট টিপু শীল জয়দেব, রুবেল নাথ, চট্টগ্রাম আইন কলেজ বাংলাদেশ ছাত্র–যুব ঐক্য পরিষদের সভাপতি দিপক বড়ুয়া, সাধারণ সম্পাদক কপিল দাশ গুপ্ত, রাজিব পাল কাব্য, রাহুল মিত্র বাপ্পা, ফুলন কুমার সিংহ, অনিক বিশ্বাস, সুপ্রিয়া দাশ, সুতন্বী সিকদার প্রমুখ।
চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগ : আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা নতুন ফিশারীঘাট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক বাবুল সরকার। এছাড়া সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ হায়দার খান। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ–সভাপতি কাউসারুজ্জামান, সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, প্রবীর দাশ, শামসুল আলম, আনিসুর রহমান আনিস, নুরুল আমিন, আব্দুর শুক্কুর, জয়নাল আবেদীন, সেলিম উদ্দিন শেকু, আব্দুল নুর টিপু, মো. মোরশেদ, আব্দুল মোনাফ, মো. মোস্তফা, শ্যামল দাশ, মো. মিন্টু প্রমুখ।
বাঁশখালী উপজেলা যুবলীগ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাঁশখালী উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বাঁশখালী উপজেলা যুবলীগ সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে বাঁশখালী কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের আহবায়ক চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাদাত রশিদ চৌধুরী ও যুগ্ম আহবায়ক আরিফ মাঈনুল, মোঃ সেলিম উদদীন চৌধুরী, সদস্য, জাহিদুর আলম মিজান, জামাল উদ্দিন, মনসুর আলম, আবদুল জব্বার, মোহাম্মদ নোমান, সাবেক কাউন্সিল আবদুর রহমান, মহিউদ্দিন মাহি, মোঃ মুজিবুল আলম (মুজিব), মিশুক কান্তি দে মিশু, মোঃ এরশাদ, আইনুল ইসলাম ইফতেখার, মোঃ গিয়াস উদ্দিন, আজমিরুল ইসলাম চৌধুরী, মহসিন সিরাজ, বেলাল সিকদার, সাদ্দাম হোসাইন, ওয়াহিদ উল্লাহ, সিদ্দিক আকব্বর বাহাদুর, এইচ এম মিজানুর রহমান প্রমুখ।
মমতা : বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে মমতার পক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া মমতা কালচারাল ইনস্টিটিউটের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ করা হয়। মহান স্বাধীনতা দিবসের সম্মানে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মমতা’র প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত রফিক আহামদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার, চট্টগ্রামের পরিচালক মো. মাহফুজুল হক। অপরদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মমতা স্কুল অ্যান্ড কলেজে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
হাটহাজারীর নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়। ওই দিন সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিএনসিসি ক্যাডেটদের গার্ড অব অনার, রোভার স্কাউট, রেঞ্জার এবং রেডক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দীন দিনের কর্মসূচীর সূচনা করেন।
পরে গভর্নিং বডির সদস্য মো. আলমগীর মিঞা, উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক–কর্মচারী ও ছাত্র–ছাত্রীদেরকে সাথে নিয়ে অধ্যক্ষ বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পূষ্পার্ঘ অর্পন করেন। এরপর উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শ্যামল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ। কলেজের অধ্যাপক শাহ জামান সরকার ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক অনোমদর্শী বড়ুয়া, অধ্যাপক লিটন ভট্টাচার্য, অধ্যাপক শিরিন আক্তার প্রমূখ। সভা শেষ অধ্যাপক রোজি মজুমদারের নির্দেশনায় শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়েদা তারেরা ও বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মু. আইয়ুবুর রহমান এর নেতৃত্বে ডাঃ খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনস্থ শহীদ মিনারে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডাঃ দিলীপ দে, ইঞ্জিনিয়ার এনামুল বাকী, ডাঃ আরিফুল আমিন, কাজী মাহবুবুল আলম, অধ্যাপক সুমন দে, সহকারী অধ্যাপক আশরাফুল, আবদুর রশিদ, মোঃ সৈয়দুল আলম, মোঃ গিয়াস উদ্দিন, রেহনুমা, মোঃ রবিউল হোসেন, বিদর্শন বড়ুয়া, মহিবুল হাসান, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আজাদ, মোঃ সালাউদ্দিন সামির প্রমুখ।
ওমরগণি এমইএস কলেজ : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ওমরগণি এমইএস কলেজ। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রোববার দিবসের শুরুতেই কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলমের নেতৃত্বে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ কলেজের শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। দ্বিতীয় পর্বে ওমরগণি এমইএস কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম। উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আমীন, অধ্যাপক আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক সাইফুল্লাহ, অধ্যাপক আয়েশা বেগম। আলোচনা সভা শেষে তৃতীয় পর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজ পর্যায়ে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।
প্রগতিশীল নাগরিক সমাজ : প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বিকেল তিনটায় সংগঠনের চেরাগী পাহাড় মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ণ হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্বারী মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কুমার শীল মাস্টার, সাংবাদিক সিআর বিধান বড়ুয়া, বাচ্চু মিয়া, ইব্রাহিম খলিল, শ্রীমতী দিপালী দে ও নার্গিস আক্তার প্রমুখ।
বিজয় ’৭১ : স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ২৬ মার্চ বিজয় ’৭১ এর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি এড. নীলু কান্তি দাশ নীলমনি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, ডা. মুজিবুল হক চৌধুরী, ডা. অপূর্ব ধর, ডা. এস কে পাল সুজন, উত্তম কুমার দে, রোপী দাশ, সোমা মুৎসুদ্দী, নেপাল কান্তি দাশ প্রমুখ।
খাজা আজমেরী উচ্চ বিদ্যালয় : খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়, খাজা আজমেরী কিন্ডারগার্টেন ও খাজা আজমেরী গ্রামার স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজব খাতুন দোভাষ এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্টের সেক্রেটারি ও ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ: স্বাধীনতা দিবস উপলক্ষে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মোঃ শাহজাহান চৌধুরী,এস এম মোরশেদ আলম চৌধুরী, সুলতানুল আলম চৌধুরী,আবু বক্কর সিদ্দিক, দিল মোহাম্মদ চৌধুরী, মনজুর হোসেন চৌধুরী মাসুদ, দেলোয়ার হোসেন মিন্টু,এডভোকেট ফখরুদ্দিন জাবেদ, শ্যামল বড়ুয়া, ইউসুফ সরোয়ার, এডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, ডাঃ বিজয়কৃষ্ণ সরকার, সৈয়দ নুরুল আলম, হারুনুর রশিদ, মুক্তার বেগম মুক্তা, আনোয়ার হোসাইন, মুসলেহ উদ্দিন মাসুদ, মনসুর আলম, মহসিন তালুকদার, মোঃ ইসমাইল, ডাঃ নুরুল আলম, হাসান শহীদ মিলন, কামরুল ইসলাম ইকবাল, ভিপি খোরশেদুজ্জামান প্রমুখ।