আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) গত শনিবার অনুষ্ঠিত হল ‘স্ট্যান্ডারাইজড ইংলিশ টেস্ট’ বিষয়ক সেমিনার। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটেরারি সোসাইটি (ফিমেল চ্যাপ্টার) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা মারিয়াম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ২০০ ছাত্রী এই সেমিনারে অংশ নেয়। সেমিনারে আইইএলটিএস, টোফেল ও অন্যান্য স্ট্যান্ডার্ড ইংরেজি পরীক্ষাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাহমিনা মারিয়াম। কীভাবে নিজে প্রস্তুতি নিয়ে আইইএলটিএস ও টোফেল পরীক্ষায় ভালো করা যায়, ব্যান্ড স্কোর ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কিত সকল বিষয়ই ছিল আলোচনার অংশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইফতেখার উদ্দিন। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরয়ার আলম সমাপনী বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাবিলা সাঈদ মোহাম্মদ লোকমান এবং আয়নুন জারিয়া। প্রেস বিজ্ঞপ্তি।