চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন ১৭.৮৯ কোটি টাকা। মোট ১১,৫৮৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৪.৫৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৬.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬,৭৬০.৪৫ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ৭.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৮৯.১৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,০৮৬.৮৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২৬.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৯৮৪.৩৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৭১৫,৭৭৮.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪৩৩,৩৭৩.৫৩ কোটি টাকায়। সিএসই’তে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৭টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯ টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২০ টির। প্রেস বিজ্ঞপ্তি।