স্বাধীনতার গল্প আঁকি
স্বপ্নশীতল প্রাণে ;
স্বাধীনতার মর্ম বলি
বিজয় গানে গানে।
স্বাধীনতার শপথ শুনি
ঘুম গভীরের মাঝে;
স্বাধীনতার আওয়াজ ভাসে
সকাল প্রভাত–সাঁঝে।
স্বাধীনতার ঝলক ঝরে
আলোক সকল বেলায়;
স্বাধীনতার নোলক নড়ে
সব শিশুদের খেলায়
স্বাধীনতার সরল ছোঁয়ায়
স্বাধীন ভাবে ফেরা;
স্বাধীনতা মানেই হলো
স্বপ্ন আলোয় ঘেরা ।