চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে ইব্রাহীম নেওয়াজ নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বলা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। গত সোমবার কারাগারের অভ্যন্তরের খাদ্য গুদামের সামনের চৌবাচ্চার টিন শেডের রড থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর চমেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন। ইব্রাহীম নেওয়াজ রাঙামাটি পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলারকে বেশ কয়েকবার ফোন দিলেও তাদের পাওয়া যায়নি। তবে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ইব্রাহীম আত্মহত্যা করেছেন। বন্দী গণনার সময় একজন কম হওয়ায় কারারক্ষীরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ইব্রাহীমকে গলায় প্লাস্টিকের বস্তা ও কম্বলের ছেঁড়া অংশ প্যাচানো অবস্থায় খাদ্য গুদামের সামনের চৌবাচ্চার টিন শেডের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।