পবিত্র মাহে রমজানের শুরু হতে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে করোনা মেডিসিন ব্যাংকের ব্যবস্থাপনায় উত্তর কাট্টলীতে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ১০ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ছিরিকোটিয়া হাফেজিয়া নূরানী মডেল মাদরাসার শিশুদের সাথে কাট্টলী স্পোর্টস এরিনাতে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় মাদরাসা শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসূল ও দোয়া মোনাজাত পরিবেশন করেন। এরপর স্বেচ্ছাসেবীরা তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। প্রতিদিনের এ কর্মসূচিতে ইফতার সামগ্রী হিসেবে একটি প্যাকেটে খেজুর, আলুর চপ, বেগুনি, পিয়াজু, ২৫০ গ্রাম ফিন্নি, ১০০ গ্রাম ছোলা, জিলাপি, কলা, ২৫০ মিঃলি পানি শুধুমাত্র ১০ টাকায় বিতরণ করছে সংগঠনটি। ১০ টাকায় বিক্রয়ের ব্যাপারে সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন বলেন, আমরা ১০ টাকায় বিক্রয় করছি যাতে কেউ এ ইফতার সামগ্রী দান মনে করে সংকোচ বোধ না করে এবং তা ক্রয় করে একজন রোযাদার আত্মতৃপ্তিতে ইফতার করতে পারে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতারের আগে বিভিন্ন মোড়ে দাড়িয়ে এ কর্মসূচি পালন করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।