ভূজপুরে হরিণা খাল খননের পর বাড়বে কৃষি উৎপাদন

পুনঃখনন কাজের উদ্বোধনে এমপি সনি

ফটিকছড়ি প্রতিনিধি  | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের হরিণা খাল ৪ কিলোমিটার পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে এ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম২ ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি। এ সময় তিনি বলেনহরিণা খাল পুনঃ খননের পর ভূজপুর ইউনিয়নের বৃহৎ এলাকার বর্ষাকালে জলাবদ্ধতা রোধ হবে। শুষ্ক মৌসুমে হালদা রাবার ড্যামের পানি দিয়ে ১, , , , ৫ এবং ৭ নং ওয়ার্ডের কৃষকেরা ধান ও সবজি চাষ করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অনুমোদিত হরিণাখালের ৪ কিলোমিটার পুনঃ খননের কাজ শুরু হবে। এ খাল খননের মধ্য দিয়ে বাড়বে কৃষি উৎপাদন এবং স্বাবলম্বী ও লাভবান হবে কৃষক। অন্যদিকে, দূর হবে জলাবদ্ধতা। খাল পুন: খনন কাজের উদ্বোধন শেষে বিএডিসি চট্টগ্রাম সার্কেলের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেননির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক, ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, উপ: .লীগের দপ্তর সম্পাদক আবুল কাশেম, গোলাপুর রহমান, মো: মাহাবু, আব্দুল্লাহ, আলী আবছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপথচারীদের মাঝে করোনা মেডিসিন ব্যাংকের ১০ টাকায় ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধআসছেন ভিআইপি, কয়েক ঘণ্টা বন্ধ থাকবে কালুরঘাটের ফেরি