তোমার জন্য স্বাধীনতা
তোমার জন্য সব
তোমার জন্য বৃক্ষ শাখায়
পাখির কলরব।
তোমার জন্য মুক্ত হাওয়ায়
নিচ্ছে সবাই শ্বাস
তোমার সুরে গাই যে পাখি
গান যে বারোমাস।
তোমার জন্য ভোরের শিশির
মুক্তো ঝরায় ঘাসে
তুমি আছ মিশে বাংলার
নিঃশ্বাসে প্রশ্বাসে।
সবুজ শ্যামল পাহাড় নদী
পূব আকাশে রবি
সকল কিছুর মাঝে দেখি
ভাসে তোমার ছবি।
জারি সারি বাউল গানে
সুরটি তোমার বাজে
সাহস যোগায় তোমার বাণী
প্রতি কাজের মাঝে।
লাল সবুজের ওই পতাকা
তোমার কথা কয়
বিশ্বসভায় কীর্তি তোমার
রবে যে অক্ষয়।