সীতাকুণ্ড ভ্রাম্যমান আদালতের অভিমানে ৩০ হাজার টাকা জরিমান

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ৫:৫৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার কলেজ রোড বাজারে অভিযান পরিচালনা করে সরকারি আদেশ অমান্য, প্রকাশ্য জুয়া প্রতিরোধ এবং ডেঙ্গু বিস্তারে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টির জন্য ৩ জন ব্যক্তি এবং ২ টি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম। অভিযান কালে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় দিনমজুরকে গ্রেফতার ও মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধরামু থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত সর্দার আবছারের দেহরক্ষী গ্রেফতার