যতই কবর খোঁড়, করো কারাগার আবাস
আমি সোঁদা মাটির ভক্ত
বুকে যার এক নদী রক্ত,
বিশাল জলধি তবু শূন্যতা দৃষ্টিতে
ফের জন্ম নেব আমি
সোনার বাংলা সৃষ্টিতে,
মৃত্যু বীজ পোতা আমার বুকেতে
সাধ্য কি মাটি চাপা দিয়ে রাখে
অনত মস্তক জাগে টুঙ্গিপাড়ার বাঁকে,
জংলার ছাই ভস্ম থেকে উত্থিত হবোই
অন্তহীন ভালোবাসা নেব নীলকন্ঠ পানে
অপরাজেয় চিত্ত এটি, সাহসী বাঙালি জানে।