মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ভারত

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া নাগরিকদের ফেরত পাঠানো শুরু করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটি। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে শুক্রবার প্রথম দফায় কয়েকজনকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে রাজ্য সরকার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক্সে এক পোস্টে লেখেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করা মিয়ানমারের নাগরিকদের প্রথম ব্যাচকে আজ ফেরত পাঠানো হয়েছে। খবর বিডিনিউজের।

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের সঙ্গে ভিসামুক্ত সীমান্ত নীতি থেকে সরে আসার কয়েক সপ্তাহ পর শরণার্থীদের প্রত্যাবাসন শুরু করল ভারত। সামনের দিনগুলোতে আরো লোকজনকে ফেরত পাঠাবে দেশটি। প্রথম দফায় কতজনকে পাঠানো হয়েছে সেটি জানা যায়নি। তবে অনন্ত ৭৭ শরণার্থীকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে মণিপুর সরকারের, যার কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার থেকে। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং সংঘাতময় পরিস্থিতিতে সেখান থেকে পালিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয় দেশটির হাজারো নাগরিক। বিদ্রোহী গোষ্ঠীদের আক্রমণের মুখে শত শত সেনা সদস্যও পালিয়ে আসে।

পূর্ববর্তী নিবন্ধভূপৃষ্ঠের ভেতরে কী পরিমাণ পানি আছে?
পরবর্তী নিবন্ধএবারও রমজানের আগে ৯০০ পণ্যের দাম কমালো কাতার