রামুতে ৬০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

বিজিবির রামু ব্যাটালিয়ন মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি । রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি জানায়, শনিবার (৯ মার্চ) সাড়ে ৭টায় রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা হতে কঙবাজারগামী একটি পিকআপ থামানো হয়। এ সময় তল্লাশী চালিয়ে চালক মো. রবিউল ইসলাম (২১) কে ইয়াবাসহ আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই প্রজেক্ট এলাকায় গভীর রাতে বন্য হাতির হানা
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণে কাজ করাই হচ্ছে ধর্মের প্রকৃত শিক্ষা