প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব–ইস্পাহানি মিনি ম্যারাথন। গতকাল শনিবার সকালে দুই শত একষট্টি জন প্রতিযোগির অংশগ্রহণে এ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এই মিনি ম্যারাথন অনূর্ধ্ব চল্লিশ, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, সত্তরোর্ধ্ব এবং সদস্যা এই ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। সদস্যা ক্যাটাগরিতে শিরোপা লাভ করেন, সুচন্দা নন্দী। সত্তরোর্ধ্বে প্রথম পঙ্কজ কুমার দস্তিদার, দ্বিতীয় নির্মল চন্দ্র দাশ, তৃতীয় দেবপ্রসাদ দাশ দেবু। ৬১ থেকে ৭০–এ প্রথম দেবাশীষ বড়ুয়া দেবু, দ্বিতীয় প্রদীপ নন্দী, তৃতীয় স্বপন কুমার মল্লিক। ৫০ থেকে ৬০–এ প্রথম গোলাম মাওলা মুরাদ, দ্বিতীয় খোরশেদুল আলম শামীম, তৃতীয় প্রণব বড়ুয়া অর্ণব। ৪১ থেকে ৫০–এ প্রথম সুমন গোস্বামী, দ্বিতীয় রাজিব রায়হান, তৃতীয় রনি দাশ।অনূর্ধ্ব চল্লিশে প্রথম আজহার মাহমুদ, দ্বিতীয় জাকের আহমেদ, তৃতীয় মো. সাইফুল ইসলাম। এছাড়াও বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। ম্যারাথনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। বক্তব্য রাখেন ইস্পানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার মঈন উদ্দিন হাসান, চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল এবং সিজেকেএস’র সহ–সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জিএম (মার্কেটিং) ওমর হান্নান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ–সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী।












