রাইজিং স্টারকে হারিয়ে জয়ের ধারায় পাইরেট্‌স

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দুই খেলায় জিতেছিল রাইজিং স্টার। কিন্তু তৃতীয় খেলায় এসে হার মানতে হয়েছে তাদের পাইরেট্‌স অব চিটাগাং এর কাছে। পাইরেট্‌স জয় দিয়ে লিগ শুরু করলেও দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ানের কাছে আচমকা হেরে যায়। নিজেদের তৃতীয় খেলায় রাইজিং স্টার ক্লাবকে ৪৯ রানে পরাজিত করে আবারো জয়ের ধারায় ফিরেছে পাইরেট্‌স। গতকাল শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে পাইরেট্‌স অব চিটাগাং প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেটে ২২৯ রান তুলে নেয়। দুই ওপেনার সাদ্দাম হোসেন এবং মোহাম্মদ রোকন অর্ধশত রান তুলে বিচ্ছিন্ন হন। সাদ্দাম নিজস্ব ৩৪ রানে বিদায়ের পর দ্রুত আরো দুটি উইকেট হারায় পাইরেট্‌্‌স। ওপেনার রোকন ১৮ রান করে আউট হয়ে যান। ৫৯ রানে ৩ উইকেট তখন পাইরেট্‌সের। এরপর মিডল অর্ডারে দৃঢ়তার সাথে ব্যাট করে। ওমর হাসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ রান। ৭০ বল খেলে অপরাজিত ৫৬ রান তুলে নেন তিনি। এছাড়া রাতুল ইরফান রাজিন ৩৬,শাকির শুভ্র ১৬,শাহাদাত হৃদয় ৩৩ এবং মহিউল তাহমিদ ১৫ বলে অপরাজিত ২৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। রাইজিং স্টারের পক্ষে আসাদুর মুন্তাসির ৩৭ রানে ৩টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান অধিনায়ক রেজাউল করিম রাজিব। ১টি করে উইকেট নেন সাদ্দাম হোসেন এবং হৃদয় ইসলাম। জবাব দিতে নেমে রাইজিং স্টার ভালো শুরু করলেও মিডল অর্ডার এবং টেইল এন্ডাররা ভালো ব্যাট করতে পারেনি। ওপেনিং জুটি ৭৬ রান সংগ্রহ করে। এরপরই তাদের ব্যর্থতা শুরু হয়। ওপেনার আবিদ চৌধুরী আলভি ৫২ বলে ৪৩ রান তুলে আউট হয়ে গেলেও অপর ওপেনার শুভ্র দাশ অর্ধশতক তুলে নিতে সক্ষম হন। তিনি ৯২ বল খেলেন। বাকিরা আর দৃঢ়তার পরিচয় দিতে পারেননি। অন্যদের মধ্যে হৃদয় ইসলাম ২৪,তারেক রহমান ১৮,আফসারুল রিফাত ১৬ এবং আসাদুর মুন্তাসির ১১ রান করে আউট হয়ে যান। অতিরিক্ত থেকে আসে ১১ রান। ৪৬.২ ওভারে ১৮০ রান তুলে সব উইকেট হারিয়ে ফেলে রাইজিং স্টার। পাইরেট্‌স বোলারদের মধ্যে মো. রুবেল ৩১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। মহিউল তাহমিদ ৪৫ রানে পান ৩টি উইকেট। এছাড়া সাজিদ আবদুল্লাহ ২টি এবং সাদ্দাম হোসেন ১টি উইকেট নেন। তিন খেলা শেষে দু’দলই ৬ পয়েন্ট করে পেয়েছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের শেষ খেলায় আজ অংশ নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান।

পূর্ববর্তী নিবন্ধসেমিতে চট্টগ্রাম বিভাগীয় বালক দল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের মিনি ম্যারাথন অনুষ্ঠিত