দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চান্দগাঁও ওয়ার্ড কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ ও কর্মী–সমর্থদের সাথে চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালামের মতবিনিময় ধন্যবাদ ও কৃতজ্ঞতা সভা গত ৭ মার্চ বিকালে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। সভায় বিগত জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নির্বাচন পরিচালনা ও সমম্বয় কমিটির নেতৃবৃন্দ এবং ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরণ করে আবদুচ ছালাম এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন আজ। তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে দেওয়া যে ভাষণ বাঙালির স্বাধীনতা–মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা আজ স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচয় দিতে পারছি। রমনার রেসকোর্সে ১৯৭১ এর ৭ মার্চে বঙ্গবন্ধু জাতিকে মুক্তি ও স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিনের ভাষণে তিনি দখলদার পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়ের কৌশল ও মন্ত্রণা দিয়েছিলেন। স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত বাঙালি নয় মাস প্রাণপণ লড়াই করে বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা। বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করছেন। তিনি বাংলাদেশকে স্মাটরূপে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আমি তাঁর একজন ক্ষুদ্র কর্মী। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুকন্যার একজন নিবেদিত কর্মী হিসেবে আমাকে ভোট দিয়ে মূল্যায়িত করায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের দোয়া, ভালবাসা ও সমর্থনের যোগ্য সম্মান রাখতে আমি আমৃত্যু কাজ করে যাব, কথা দিলাম। সরোয়ার খানের সভাপতিত্বে ও এডভোকেট নূর মোহাম্মদ খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরার, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন নিজু, সাবেক কমিশনার নুরুল হুদা লালু, মুজাহেরুল হক চৌধুরী, মো. ইলিয়াস, মোহাম্মদ ইদ্রিস, মো. মফিজ, হারুনুর রশিদ, হাসান জামাল, মোহাম্মদ আজমসহ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ২৬টি কেন্দ্র কমিটির আহ্বায়ক, সচিব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












