প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে গত ২ মার্চ ৯ ও ১০ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আবাসিক কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন হায়দার আলী চৌধুরী। তিনি বলেন, আবার ফিরে এলো স্বাধীনতার মাস। বাঙালি জাতির মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সময়ের নানা কারণে মার্চ মাস ঐতিহাসিক ও ঘটনাবহুল। এ মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ববি আক্তার বেগমের সঞ্চালনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের লড়াইয়ের বিভিন্ন ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন, সঙ্গীতশিল্পী সাধন দাশ, আব্দুল হামিদ, রোজিনা আক্তার, কল্পনা বেগম, সাথী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।