ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার ও বিচার দাবি

রাঙামাটি কলেজ শিক্ষার্থী ওমরের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

ট্রাকের ধাক্কায় রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী ওমর সালেহীনের (২৪) মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল সোমবার কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজের সাধারণ শিক্ষার্থী ও গণিত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষকশিক্ষার্থীরা।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার আচার্যের সভাপতিত্বে ও শিক্ষার্থী নুরুল ইসলাম রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য বাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা, শিক্ষার্থী নাজমুল হোসেন, ওয়াহিদুল ইসলাম রোমান, শিক্ষার্থী দীপংকর দে প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে মানুষ অকালে মারা যাচ্ছেন। কিন্তু এসব দুর্ঘটনায় জড়িত ও ঘাতক চালকদের কোনো বিচার হচ্ছে না। এটি খুবই নিন্দনীয় ও দু:খজনক। তারা বলেন,দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আমরা চাই ভবিষ্যতে যেন সালেহীনের মতো আর কোনো শিক্ষার্থীকে অকালে প্রাাণ হারাতে না হয়।

উল্লেখ্য,গত রোববার দুপুরে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নে একটি ট্রাকের ধাক্কায় রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওমর সালেহীন মারা যায়। একই ঘটনায় আহত হন সিএনজি অটোরিকশার আরও দুই আরোহী। সালেহীন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আবু তাহেরের একমাত্র ছেলে। প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে ট্রাক চাপায় রাঙামাটি সরকারি কলেজের এক ছাত্রী মারা যায়। ২০১৯ সালের ১৭ নভেম্বর জেলার কাউখালীতে ট্রাক চাপায় সিএনজিঅটোরিকশা আরোহী কলেজের আরেক ছাত্রী নিহত হয়। বেপরোয়া ট্রাকের চাপায় রাঙামাটি সরকারি কলেজের ৩ শিক্ষার্থীর অকাল মৃত্যু হলো গত কয়েক বছরেই।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার আজাদীকে বলেন,সাম্প্রতিকসময়ে ট্রাক চাপায় ও মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছেন। সড়কে বেপরোয়া গতি ও প্রতিযোগিতার ফলে অকালে অনেক মানুষ পরিবারের সদস্যদের হারাচ্ছেন। এটি খুবই মর্মান্তিক । সড়কের শৃঙ্খলা ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসন ও ট্রাফিক বিভাগের আরও নজরদারি বাড়াতে হবে। অন্যথায় সড়কে মৃত্যুর মিছিল থামবে না।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হতে অযোগ্য নন, রায় সুপ্রিম কোর্টের
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিন বাংলাদেশি