মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিন বাংলাদেশি

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় কমিউটার ট্রেনের ধাক্কায় তিন প্রবাসী বাংলাদেশির খবর এসেছে দেশটির সংবাদমাধ্যমে। পাসপোর্ট দেখে তারা বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেলেও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি স্থানীয় প্রশাসন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, রোববার রাতে রাজধানী কুয়ালালামপুরের কাছে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর বিডিনিউজের।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক মো. রাজালি ইসমাইল বলেন, রাত ১০টা ৫৩ মিনিটে তারা ওই দুর্ঘটনার খবর পান। তারপর কাজাং স্টেশন থেকে পাঁচজন উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা পুরোপুরি ট্রেনের নিচে কাটা পড়েনি। ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে ছিল তাদের দেহ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনার পরবর্তী তদন্তের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে জানান রাজালি।

পূর্ববর্তী নিবন্ধঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার ও বিচার দাবি
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে রেমিটেন্স এল ২১৬ কোটি ডলার, প্রবৃদ্ধি ২৮%