দুর্নীতি মামলায় ইংলাককে খালাস দিয়েছে থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত

| মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত সোমবার দুর্নীতির এক মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে খালাস দিয়েছে। ২০১৩ সালে ৬৭ লাখ ডলারের বেশি মূল্যের একটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তিনি ২০১১ সাল থেকে ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত থাইল্যান্ড শাসন করেন। ইংলাকের ভাই থাকসিন গত ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পাওয়ার পর ক্ষমতাধর সিনাওয়াত্রা পরিবারের জন্য রায় সর্বশেষ আইনি সাফল্য। এক সামরিক অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হন। তিনি দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধ৬ মাসের মিশনে ৪ নভোচারী নিয়ে স্পেস স্টেশনে গেল স্পেসএক্স
পরবর্তী নিবন্ধআবারও পর্যটক ধর্ষণকাণ্ডে ভারতে তোলপাড়, গ্রেপ্তার ৪