নগরের সিআরবি শিরীষতলা অমর একুশে বইমেলা প্রাঙ্গণে চিত্রচিন্তার আলোকচিত্র প্রদর্শনী ‘আলোকভাষায় বিশ্বচিত্র’ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম ও সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রিজওয়ানুল আলম ও মুহাম্মদ মনসুরুল আজম। দ্বিতীয় পর্বে ছিল আলোকচিত্র বিষয়ক মুক্ত আড্ডা ‘সাদা–কালোর নন্দনতত্ত্ব’। মূল আলোচক ছিলেন আলোকচিত্রী ডা. রশিদ উন নবী শুভ্র। আলোচনায় অংশগ্রহণ করেন আলোকচিত্রী মউদুদুল আলম ও চিত্রসাংবাদিক দেবপ্রসাদ দাস দেবু। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ রাসেল। প্রেস বিজ্ঞপ্তি।












