সরকারি শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান। গতকাল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ও কোর্স কোঅর্ডিনেটর সাইফুল্যা মুনির। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস নিবাহি সদস্য সৈয়দ মোহাম্মদ তানসীর, সাবেক জেলা ক্রীড়া অফিসার আ ফ ম শাহাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার হারুনঅররশিদ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারিজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জহিরুল ইসলাম, শ্যামলী রানী ভৌমিক, চঞ্চল বিশ্বাস ও জিকু কুমার নাথ। উক্ত কোর্সে ৭৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধআহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থার অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধজয় দিয়ে শুরু রাইজিং স্টার ক্লাবেরও