দেশের দ্বিতীয় প্রধান নগরী হওয়ার কারণে বিটিভি, চট্টগ্রাম নিজেকে রাষ্ট্রীয় তথা জাতীয় চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। অনেক বর্ণাঢ্য অনুষ্ঠান নির্মাণ হচ্ছে কিন্তু সরাসরি অনুষ্ঠানে, আউটডোর নাটক নির্মাণে পিছিয়ে। মাত্র সপ্তাহে স্বাস্থ্য ও গানের মিলে দুটি প্রোগ্রাম সরাসরি সমপ্রচারিত হয়। কিন্তু আশ্চর্য জনক হলেও সত্য যে, চট্টগ্রাম মহানগরীতে আউটডোরের এমনকি অনেক বড় বড় প্রোগ্রামও সরাসরি সমপ্রচারিত হয় না। বাহিরের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সারাদেশে দর্শক চাহিদা রয়েছে। যেমন: ডিসি হিল, সিআরবি, শেখ রাসেল পার্কে অনুষ্ঠিত বর্ষবিদায় ও ১লা বৈশাখের জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, চট্টগ্রাম বইমেলা ও বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, বসন্ত উৎসবের অনুষ্ঠান, ডিসি পার্কে ফুল উৎসবে বিভিন্ন জেলার বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর আছে স্টেডিয়ামের বিজয় দিবস কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসের প্রোগ্রাম, চট্টগ্রাম শহীদ মিনারে একুশে শ্রদ্ধা নিবেদনের প্রোগ্রাম। এত বড় বড় প্রোগ্রামগুলো সরাসরি সমপ্রচার না করলে চট্টগ্রামে চ্যানেল করার কি সুবিধা দেশবাসী পেল? ঢাকার প্রোগ্রাম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সমপ্রচার করা হয়। সেখানে কেন চট্টগ্রাম কেন্দ্রকে যুক্ত করা হয়? চট্টগ্রাম চ্যানেলের সুবিধা নষ্ট করে দেশবাসীকে চট্টগ্রামের অনুষ্ঠানগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে? যার ইচ্ছা ঢাকার অনুষ্ঠান অথবা চট্টগ্রামের অনুষ্ঠান দেখবে। তাই চট্টগ্রামের আউটডোরের অনুষ্ঠানগুলো নিয়মিত সরাসরি সমপ্রচারে ব্যবস্থা নিতে মাননীয় তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
সুজন
সাহেব বাজার মোড়,
রাজশাহী।