শিবপ্রসাদ চট্টোপাধ্যায় : ভারতীয় ভূগোলের জনক

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:০২ পূর্বাহ্ণ

শিবপ্রসাদ চট্টোপাধ্যায় (১৯০৩১৯৮৯)। ভূগোলবিদ এবং ক্যালকাটা জিয়োগ্রাফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা। যাকে ভারতীয় ভূগোলের জনক হিসেবে অভিহিত করা হয়। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ১৯০৩ সালের ২২ শে ফেব্রুয়ারি শান্তিপুরে জন্মগ্রহণ করেন। শান্তিপুরেরই প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রথম শিক্ষাগ্রহণ করেন। পরবর্তীতে কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হওয়ার পর স্নাতকোত্তরের জন্য বেনাসর হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯২৬ সালে ভূতত্ত্বে এম.এসসি. ডিগ্রি অর্জন করে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড ও ফ্রান্সে যান। প্যারিসের সোরবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত ভূগোলবিদ ইমানুয়েল ডি. মর্তোনে এবং পল ভিদাল দে লা ব্লাচ এর অধীনে অসমের দুটি জেলাগারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের উপত্যকার ভূবিদ্যা নিয়ে গবেষণা করে প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ সালে ডি. লিট. ডিগ্রি লাভ করেন। তিনি তার গবেষণাগ্রন্থলে প্লাটু দে মেঘালায়া মেঘপুঞ্জের পাহাড়ি এলাকাটিকে নাম দিয়েছিলেনমেঘালয়। ১৯২৮ সালে ডক্টর চট্টোপাধ্যায় রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও ভূগোল বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন এবং ১৯৩৩ সালে তিনি উচ্চশিক্ষার জন্য ইউরোপ গমন করেন। পরবর্তীতে ভারতে ফিরে আসার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং শিক্ষক প্রশিক্ষণ বিভাগে ভূগোল বিষয়কে অন্তর্ভুক্ত করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ভূগোল বিভাগের প্রধান ও অধ্যাপক নিযুক্ত হন। তিনি আজীবন এই বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৬৭ সালে অবসর গ্রহণের পরেও সাম্মানিক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সমগ্র ভারতবর্ষের ভৌগোলিক চরিত্র নিয়ে গবেষণা ও উন্নতির জন্য একটি ভৌগোলিক সমাজের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এর জন্য কলকাতাকে উপযুক্ত স্থান হিসেবে মনে করেন। ফলস্বরূপ, ১৯৩৩ সালের ২৯ জুলাই তিনি কলকাতায় কলকাতা ভৌগোলিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি জিয়োগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া নামে পরিচিত। ১৯৮৫ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করে। ১৯৮৯ সালের ২৭ শে ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধবিটিভি-চট্টগ্রাম কেন্দ্র : আউটডোরের অনুষ্ঠানগুলো সরাসরি সমপ্রচারে ব্যবস্থা নিন