চুপ থাকা নেক আমল

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

চুপ থাকতে পারা খুবই কঠিন দুরূহ জটিল বিষয়। যেন নিজেকে নিজের ভেতর জিম্মি করে রাখা। চোখে দেখেও না দেখা, কানে শুনেও না শোনার মতো ভাণ করা। না ঘুমিয়েও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে থাকা। যেন ধৈর্য সহ্য ছবর করার পরীক্ষাগার। কথায় বলে অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? ঝড় ঝঞ্জা প্রলয় ভূকম্পন অগ্নিকাণ্ড অপ্রীতিকর অসামাজিক যাইই ঘটুক না কেন চুপ থাকতেই হবে। যতো কথা বলবেন ততোই বিপদে পড়বেন। জীবনে নানাবিধ সমস্যা, বিপর্যয়,বিপদের সম্মুখীন হবেন।সম্মুখীন হবেন অশুভ নোংরা প্রতিযোগিতা জেদাজেদির অনেকটা নিজের অজান্তেই। জড়িয়ে যাবেন ব্যক্তিত্বের সংঘাত, দ্বন্দ্ব হিংসা ঈর্ষা বিদ্বেষ রেষারেষিতে। শুভ সুখী সুন্দর নিরীহ সাদামাটা জীবন পংকিল কুলষিত বিষময় হয়ে উঠতে পারে। অনেক কষ্টে অর্জিত মান সম্মান ইজ্জৎ আর সামাজিক মর্যাদা ভূলুন্ঠিত হয়ে যাবে। পারিপার্শ্বিকতা জীবনে দুর্যোগ দুর্ভোগ ভোগান্তির সৃষ্টির কারণ হয়ে উঠবে। দম বন্ধ হয়ে যাওয়া অসহ্য অসহনীয় জীবন যাপনে শান্তির নিঃশ্বাস নেয়া দুরূহ এবং কঠিন হয়ে যেতে পারে। মনে রাখা উচিৎ, স্বেচ্ছায় আগুনে ঝাপ দেয়া মোটেই সমীচীন নয়। নয় বুদ্ধিমানের কাজ। অবশেষে জীবন সায়াহ্নের এই উপলব্ধি আরও আগে হলে কতই না আনন্দদায়ক এবং সুখকর হতো। মানুষের বিরাগভাজন মনোকষ্ট অপবাদ এবং অভিশাপের ভাগীদার বা অংশীদার হতে হতোনা। দিন শেষে বুঝলাম চুপ থাকা ইহকাল পরকাল উভয় স্থানের জন্যে মংগলজনক,স্বস্তিদায়ক, নিরুপদ্রব, বুদ্ধিমান এবং কল্যাণের।

অতএব যে কয়টা দিন মহান আল্লাহ তায়ালা সময় বরাদ্দ রেখেছেন তাতেই না হয় চুপচাপ হয়ে গেলাম। এবং এটি একটি নেক আমল হিসেবে বিবেচিত হবে ইন শা আল্লাহ।মেহেরবান দয়াবান আল্লাহর দরবারে হেদায়েত রহমত এবং মার্জনা চাই। ক্ষমা চাই। তিনিই উত্তম ফায়সালাকারী। শেষ বিচারের মালিক।

মোহাম্মদ মন্‌জুরুল আলম চৌধুরী

আরবান ভিলা, ২২ গুরা মিয়া চৌধুরী লেইন,

দেওয়ান বাজার, চট্টগ্রাম৪০০০।

পূর্ববর্তী নিবন্ধসুনির্মল বসু : কবি ও শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধসরকারের উন্নয়ন কার্যক্রম ও জনগণের মানসিকতা