চট্টগ্রাম মহানগর নাগরিক সমাজের উদ্যোগে গত সোমবার বিকেলে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে নগরীর রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে শ্রমিক জনতার সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও দিদারুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন ফরহাদ, নেছার আহম্মদ, নাজমুল আহসান, এরশাদুর রহমান, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, ইয়াছিন আরাফাত কচি, জিপিও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কানিজ ফাতেমা, মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী, বন্দর ব্যবহারকারি সংগঠনের হারুন, বন্দর স্টাফ ইউনিয়নের ফেরদৌস, কোষ্টার হেজ ইউনিয়নের নুরুজ্জামান জনি, ইদ্রিস কোরেসী, সদরঘাট ঘাট গুদাম ইউনিয়নের রাজা মিয়া হাওলাদার, হালিশহর থানা শ্রমিক লীগের আজগর আলী সোহেল, ডবলমুরিং শ্রমিক লীগের দেলোয়ার হোসেন, মঞ্জুরুল আলম, জাহাঙ্গীর, আবিদ হোসেন, ফখরুল আলম, মোস্তাফিজ, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন খান বলেন, নগরীর যত্রতত্র রাস্তা ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে জনসাধারণের চলাচলে বিঘ্নসহ অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে সম্প্রতি সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বিআরটিসি ফলমণ্ডি থেকে নিউ মার্কেট পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তাকে সাধুবাদ জানাই এবং নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা সমূহ হতেও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানাই।
একই সাথে উক্ত স্থানে আবার যাতে দখল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি সম্প্রতি চসিকের উচ্ছেদ অভিযানকালে ম্যাজিস্টেট, সরকারি কর্মকর্তা, পুলিশর উপর হামলাসহ সিটি কর্পোরেশনের যানবাহন ভাংচুরের প্রতিবাদ জানান এবং একে জড়িতদের শাস্তি দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তি।