চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ও মা ও শিশু হাসপাতালের উদ্যোগে এক সাইন্টিফিক সেমিনার গতকাল মঙ্গলবার হাসপাতালের লেকচার হলে চমাশিহা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘The role of Advanced Molecular Techniques for Combating Infectious and Genetic Diseases in Bangladesh Children’ বিষয়ক সেমিনারে মূখ্য আলোচক ছিলেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ও সিনিয়র সাইনটিস্ট ড. সেজুঁতি সাহা। বক্তব্য রাখেন চাইল্ড হেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ড. সমীর সাহা, মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, নিওনেটাল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, অধ্যাপক ডা. বাবুল ওসমান চৌধুরী প্রমুখ। সেমিনারে বাংলাদেশে জেনেটিক ডিজিজের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রশ্নোত্তর পর্বে ড. সেজুঁতি সাহা সেমিনারে অংশ গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উল্লেখ্য, ঢাকা চাইল্ড হেলথ ফাউন্ডেশনের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ২০০১সাল থেকে গবেষণা বিষয়ে সমঝোতা চুক্তি রয়েছে এবং সে মোতাবেক দুটি প্রতিষ্ঠান এখানে বিভিন্ন গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বক্তারা এই ধরনের চমৎকার একটি সেমিনার আয়োজনের জন্য প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরীকে ধন্যবাদ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।