দৈনিক আজাদীতে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ার চুনতি সরকারি মহিলা কলেজের পশ্চিমে বাগান পাড়ায় টিলা কাটার স্থানে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সাথে ছিলেন চুনতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস। এর আগে গত শনিবার (১০ ফেব্রুয়ারি) ‘দিনে ঢাকা থাকে কালো পলিথিনে রাতে কাটা হয় টিলা’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজাদী।
চুনতি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কাটার স্থানে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। এছাড়া উক্ত জায়গার কাগজপত্র ও টিলা কাটার সঙ্গে জড়িতদের নাম–ঠিকানা সংগ্রহ করা হয়েছে। টিলা কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।