স্বার্থপর
কিসের নীতি কিসের রীতি
দুর্নীতি আর স্বজনপ্রীতি
উড়ছে ঘুরছে বুক ফুলিয়ে
চৌদিকে–
নিজেই চলি স্বার্থ নিয়ে
নিজেই চলি গা বাঁচিয়ে
নিজের ঘাড়ে দোষ না রেখে
দোষী করি বৌদিকে।
কাকে মানি আদর্শ আর
কাকে রাখি শীর্ষে
সেও থাকে নিজের ধান্ধায়
নিজকে ভাবে বীর সে।
নিজের স্বার্থ বড় এখন
অন্য কিছু তুচ্ছ
স্বার্থপরের দাপট এখন
তা কি তুমি বুঝছো?