সীতাকুণ্ডকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো

সৈয়দপুরে গণসংবর্ধনায় এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ এস এম আল মামুন বলেছেন, আপনারা আমাকে এমপি নির্বাচিত করেছেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। এ জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের জন্যে কাজ করতে চাই। আমি সীতাকুণ্ডকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। সকলকে সাথে নিয়েই আল্লাহর রহমতে কাজ করে যেতে চাই। আমি আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা চাই। তিনি গত শনিবার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিরেরহাট বাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আবুল হাশেম ভূঁইয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আবু বক্কর, জাহাঙ্গীর আলম, আবেদীন আল মামুন, ইউপি চেয়ারম্যান মো. ছাদাকাত উল্যাহ মিয়াজী, সালাউদ্দিন আজিজ, রেজাউল করিম বাহার, মীর আজিজুর রহমান জুয়েল, দুলাল চন্দ্র দে, কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, বদিউল আলম জসিম, শিহাব উদ্দিন, জাবের আল মাহমুদ, গোলাম মহিউদ্দিন, মো. সাইদুল ইসলাম, খোরশেদ আলম, প্রধান শিক্ষক সঞ্জীব কুমার, বেলাল হোসেন, প্রতাপ কুমার নাথ, আক্তারুজ্জামান বুলবুল, সাইফুল ইসলাম নিজামী প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি মাইক্রোবায়োলজি বিভাগের রজতজয়ন্তী উৎসব ১৬ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল