লোহাগাড়ার কলাউজান এলাহী মোহাম্মদী (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শ্রীদাম চন্দ্র নাথ স্মরণে এক প্রীতি ফুটবল ম্যাচ গত ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মানবিক সংগঠন মানবতার জয়ধ্বনি’র ব্যবস্থাপনায় ও কলাউজান নাথপাড়ার ছাত্র–যুব সমাজের অংশগ্রহণে খেলার উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ–পরিদর্শক একেএম আজাদ। স্থানীয় ছাত্র যুবকদের লাল দল ও সবুজ দল প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলায় লাল দল ২–১ গোলে সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান। অধ্যাপক আব্দুর খালেকের সভাপতিত্বে ও সুকান্ত দেবনাথের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন ওসি মো. রাশেদুল ইসলাম, শম্ভু নাথ দাশ, এ. ওয়াহেদ, গোপাল কান্তি নাথ, মুজিবুর রহমান দুলু, অরুন কান্তি পাল, মো. শামসুল ইসলাম, সবিতা দাশগুপ্তা, পলাশ কান্তি নাথ রণী, খোকন শীল, অধর নাথ, মো. নুর হোসেন, অধর কান্তি নাথ মহাজন, তপন কান্তি নাথ, টুটুল দাশ, রুবেল কান্তি নাথ।