ঘন কুয়াশায় শীতের আদ্রতায়
চলে পিঠার ধুম,
লেপ কম্বলে উমের উষ্ণতায়
আসে শান্তির ঘুম।
পিঠা পুলির আয়োজন চলে
শহর কিংবা গ্রামে,
কষ্টে দিন কাটে গরীব দুঃখীর
ঘুম আসে না আরামে।
শীত ওদের কাবু করে
লেপ কম্বল নেই বলে,
শীত বন্যায় জীবন চলে
কষ্টের আলিঙ্গন মনোবলে।
কষ্টের মাঝে শীতের তরু
রঙিন করে মন সবার,
ভোরের সকাল শিশির ঝরে
শীতের আমেজ কুয়াশার।
খোলা প্রান্তর মাঠ ঘাটে
যুবা বৃদ্ধ খুঁজে উত্তাপ,
সূর্য উঠা মৃদু হাওয়ায়
খড় কুটায় আগুনের তাপ।
বিচিত্র এ ঋতুর খেলায়
দয়াময়ের কাছে প্রার্থনা,
সুন্দর এ পৃথিবীর বিভীষিকায়
দয়াল, কাউকে কষ্ট দিওনা।
গরীব মরে অনাহারে, কর্মবীনে
বিত্তবান যদি হাত বাড়ায়,
বিধাতা সহায়ক, হয় ওদের উপায়
মানুষ বাঁচে মানবতায়।