আজ সকালে, অরুণালোতে,
যে ফুল ফুটেছে, পৃথিবীকে ভালোবেসে,
তার রূপ, গন্ধ নিতে;
তাকে কোরো না শতচ্ছিন্ন।
তোমার কদর্য হাত বাড়াবার আগে,
একবার নাও ভেবে–
ফুলটাই নেবে, না কি বাগানী হবে?
তোমার বাগানে যবে,
ফুটবে ফুল তোমার অনুরাগে,
হবে পাখি আর ভ্রমরের প্রমোদ মেলা।
চাইলেই হতে পারো;
স্বর্গীয় উদ্যানের মালিক,
অথবা, একটি ফুলের ঘাতক!