শৈত্য হিমে কনকনে ভোর
জেগেই আগে খুললাম দোর
কুয়াশা ঢাকা ঘোলাটে গগন
তখনও ঘুমাচ্ছে সূর্যের নয়ন।
উঠোন কোণে ফুটেছে ফুল
ভুঁইচাঁপার ঘ্রাণে মন আকুল
বিন্দুতে ঝরে শিশির ফোঁটা
নেয়ে ধুয়ে সজীব পুঁইলতা।
নগ্ন পায়ে হাঁটি কিছুটা দূর
খোলামাঠে শুনি হৈ–হুল্লোড়
খড়কুটো জ্বেলে চলছে উল্লাস
গাঁয়ের ছেলেদের শীতবিলাস।
আমিও খানিকটা যাই এগিয়ে
ভেজা আলপথে দূর্বা মাড়িয়ে
পোয়াতি সর্ষেবীজে হাত বুলাই
আঙুল জড়ানো ঠাণ্ডা হাওয়ায়।
আড়মোড়া ভেঙে জাগে সুরুজ
রোদ্দুরে হাসে তৃণলতা সবুজ
রোদ পোহাতে বসে ছেলে বুড়ো
চাদর জড়িয়ে কাঁপে থরোথরো।