শীতের সুখ

মনজু আলম | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

হিম হিম শীত ধোঁয়া ধোঁয়া পথ

রবির কিরণ গহনে,

ঘাস বাঁশ পাতা বন তরুলতা

শিশিরের স্নানে অহনে।

শীত পিঠা পুলি মোয়া গোলগুলি

খেজুরের রস পায়েসে,

রোদে বসে খেতে খড় বিছানাতে

মন ভরে যায় আয়েশে।

রাত কাটে ঘুমে কম্বল ওমে

মধুর স্বপন মোহনে,

দুখগুলি যত ভুলি অবিরত

ডুবে থাকি সুখ দোহনে।

এভাবেই যদি বয়ে নিরবধি

চলে জীবনের জলধি,

সুখ শুধু সুখ থাক জাগরূক

পৃথিবীর শেষ অবধি।

পূর্ববর্তী নিবন্ধশীতের প্রকৃতি
পরবর্তী নিবন্ধশীত সকালে