নতুন অভিবাসন আইন বাতিলের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

গত ১৯ ডিসেম্বর ফ্রান্সের পার্লামেন্টে পাস হওয়া নতুন অভিবাসন আইনের বিষয়ে আগামী ২৫ জানুয়ারি রায় দেবে দেশটির সাংবিধানিক কাউন্সিল। তার আগেই আইনটি বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার মানুষ। নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে। সাংবিধানিক কাউন্সিলের আসন্ন সিদ্ধান্তের ওপর চাপ বজায় রাখতে গত রোববার রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছিল কয়েক হাজার মানুষ। সাংবিধানিক কাউন্সিল একটি ফরাসি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি সংসদে পাস হওয়া আইন সংবিধানের প্রবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা যাচাইবাছাই করে। এছাড়া জাতীয় নির্বাচন এবং গণভোটের আইনি কার্যকারিতাও নিশ্চিত করে কাউন্সিল। প্যারিসের রিপাবলিক চত্বরে উপস্থিত বিক্ষোভকারীরা জানিয়েছেন, তীব্র ঠান্ডা উপেক্ষা করে এদিন ২৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অনথিভুক্ত অভিবাসীদের নিয়ে কাজ করা একটি প্লাটফর্মের মুখপাত্র মারিয়ামা সিদিবে বলেন, আমরা দারমানার আইনটি প্রত্যাহারের দাবি জানাই। আইন অভিবাসীসহ যাদের ফরাসি জাতীয়তা রয়েছে, তাদের বিরুদ্ধে। কারণ আইনে বলা হয়েছে, একটি ভুল পদক্ষেপের জন্য আমাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলকে সতর্ক করার পর ২ জিম্মির মৃত্যুর কথা জানালো হামাস
পরবর্তী নিবন্ধআইওয়া ককাসে বড় ব্যবধানে জয় ট্রাম্পের