প্রতিক্ষণে ভূমিষ্ঠ হয়
কাব্য কবির জ্ঞানে,
শব্দ সংগ্রহ করে যে
প্রসব কষ্ট জানে।
মস্তিষ্কে চলে ঘূর্ণিঝড়
ধোঁয়া উড়ে নাকে,
একটু ধ্যান হালকা হলে
অক্ষমতায় ডাকে।
বুকের মাঝে সমুদ্র জল
লবণাক্ত ঢলে,
মেঘ মালতির অঝর ধারা
তচনচ করে চলে।
বুক স্পন্দন ছন্দ খোঁজে
ঝরা জ্ঞানের তলে,
নতুনত্ব যোগান দিলে
কবি তাকে বলে।