কবির জ্ঞান

মির্জা মোহাম্মদ আলী | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণে ভূমিষ্ঠ হয়

কাব্য কবির জ্ঞানে,

শব্দ সংগ্রহ করে যে

প্রসব কষ্ট জানে।

মস্তিষ্কে চলে ঘূর্ণিঝড়

ধোঁয়া উড়ে নাকে,

একটু ধ্যান হালকা হলে

অক্ষমতায় ডাকে।

বুকের মাঝে সমুদ্র জল

লবণাক্ত ঢলে,

মেঘ মালতির অঝর ধারা

তচনচ করে চলে।

বুক স্পন্দন ছন্দ খোঁজে

ঝরা জ্ঞানের তলে,

নতুনত্ব যোগান দিলে

কবি তাকে বলে।

পূর্ববর্তী নিবন্ধগুপ্তছড়া-কুমিরা রুটে জাহাজের সময়সূচি পরিবর্তন করা হোক
পরবর্তী নিবন্ধঅবহেলা নয়, মানবিক হোন