লোহাগাড়ার চুনতিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. দিদার (৩৩) নামে এক যুবকের মৃত্যুতে হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
দিদার একই এলাকার মৃত ফৌজুল কবিরের পুত্র ও ২ সন্তানের জনক। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনারদিন নিজেদের পাকাঘর নির্মাণের কাজ করছিলেন দিদার। সন্ধ্যায় নির্মাণাধীন বসতঘরের সামনে এলোমেলো অবস্থায় থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।