চট্টল শার্দুল ৬দফার প্রবক্তা এম এ আজিজের ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় মরহুমের হালিশহরস্থ কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর প্রাঙ্গণে আলোচনা সভা ও খতমে কোরআন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। কর্মসূচিতে সফল করার লক্ষে মহানগর আওয়ামী লীগের কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।