খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল সোমবার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার। থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার লিয়াকত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন অ্যাড. নির্মল কুমার বড়ুয়া, সুজয় তালুকদার বাপ্পী, প্রসেনজিৎ তালুকদার মানিক, মো. ইসকান্দর, বদিউল আলম প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসন হতে কম্বল বিতরণে সহযোগিতা প্রদান করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মাওলানা সাখাওয়াত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।










