মেখল নিগমানন্দ সারস্বত সংঘ প্রাঙ্গণে ২৫ জানুয়ারি থেকে ধর্মীয় উৎসব

| মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মিলনী আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি চারদিনব্যাপী হাটহাজারীর পশ্চিম মেখল নিগমানন্দ সারস্বত সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ৬৫তম বার্ষিক অধিবেশন সমগ্র চট্টগ্রাম জেলার সারস্বত সংঘ ও আশ্রম সমূহ এই উৎসব উদযাপন করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাম বঙ্গীয় সারস্বত মঠের মোহন্ত স্বামী দিব্যানন্দ সরস্বতী মহারাজ। চারদিনব্যাপী ঐতিহ্যবাহী হাটহাজারীর পশ্চিম মেখল নিগমানন্দ সারস্বত সংঘ, চট্টগ্রামে উৎসব সকল শিষ্য ও ভক্তবৃন্দের উপস্থিতি গুরু ধাম কুতুবপুর, মেহেরপুর বাংলাদেশের সম্পাদক, ট্রাস্টি, অলর্কানন্দ সরস্বতী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি পর্যবেক্ষকদের চোখে ‘ছানি’ পড়েছে : হিরো আলম
পরবর্তী নিবন্ধখুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের শীতবস্ত্র বিতরণ