দৈনিক আজাদী ঢাকা ব্যুরোর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াহিদুল্লাহ আর নেই। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র এবং দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণাগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা জানাজায় অংশ নেন। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধা সাংবাদিককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক সমিতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ তাঁর প্রতি শ্রদ্ধা জানায়। এম. ওয়াহিদ উল্লাহ জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউর স্থায়ী সদস্য ছিলেন। এছাড়া চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম–ঢাকার সাবেক সভাপতি ছিলেন। জানাজা শেষে বনানী কবরস্থানে এম. ওয়াহিদ উল্লাহকে দাফন করা হয়। এম ওয়াহিদ উল্লাহর ইন্তেকালে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ–কমিটির সদস্য, চট্টগ্রাম সমিতি–ঢাকা’র আজীবন সদস্য কে এম শহীদুল কাওসার।