আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
আজ বৃহস্পতিবার বিকেলে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন এমপি জাফর আলম।
এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু (উপজেলা ভাইস চেয়ারম্যান), চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
এদিকে মনোনয়ন পত্র জমাদানের আগেই স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে শতাধিক আলেম-ওলেমার উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী জাফর আলম বলেন, ‘নির্বাচনের মাঠে আমি আছি। আগামী ৭ জানুয়ারী চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীবাসীর জয় অবশ্যাম্ভাবী।’
উল্লেখ্য- বর্তমান সংসদ সদস্য জাফর আলমের পরিবর্তে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় বিগত তিনটি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিকে।