চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাতলী- আকবর শাহ আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন এস এম আল মামুন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ১২ টার সময় সীতাকুণ্ড উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা এম রফিকুল ইসলামের কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক, কাউন্সিলর জহিরুর আলম জসিম, প্রার্থীর চাচা মো. জাফর আলম।