চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির ত্রি–বার্ষিক সাধারণ সভা গত ২৫ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সভাপতি আলহাজ মুহাম্মদ শামসুল আলম।
বক্তব্য রাখেন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিভাগের সভাপতি মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) এম. নুরুল হুদা কুতুবী, এস এম মাহবুবুর রহমান, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম, আহমদ ইমরানুল আজিজ, জীবন সদস্য অধ্যাপক মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন এ কে এন আকতার কামাল চৌধুরী, আ ন ম নাসির উদ্দিন, অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম, মুহাম্মদ আইয়ুব, মোস্তাফা নাজমুল কাউসার আরমান, এ এম রমিজ আহমদ, সোলতানারা বেগম রিকু, মুহাম্মদ নুরুল বশর রাসেল, অ্যাডভোকেট সাইফুদ্দিন মো. খালেদ, মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ হানিফ মজুমদার প্রমুখ। সভায় ত্রি–বার্ষিক প্রতিবেদন পেশ করেন মোহাম্মদ ইকবাল হোসেন ও আর্থিক প্রতিবেদন পেশ করেন মিজানুর রহমান সেলিম। এতে শোক প্রস্তাব উত্থাপন করেন আহমদ ইমরানুল আজিজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক লিয়াকত আখতার সিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।