জালাল উদ্দিন আল-কাদেরী কারবালা মাহফিল প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন

জমিয়তুল ফালাহ মসজিদে স্মরণ অনুষ্ঠানে সুফি মিজান

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

জমিয়তুল ফালাহ মসজিদে গতকাল শনিবার সন্ধ্যায় মসজিদের সাবেক খতিব ও আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের প্রতিষ্ঠাতা আল্ল্মামা জালাল উদ্দিন আলকাদেরীর (রহ.) ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা বলেছেন, জালাল উদ্দিন আল কাদেরী (রহ.) ছিলেন খতিবদের মধ্যে সবোচ্চ মর্যাদার অধিকারী। তিনি চট্টগ্রামে শাহাদাতে কারবালা মাহফিল প্রতিষ্ঠা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি ছিলেন ইসলামী জাগরণের এক অগ্রদূত। জীবদ্দশায় তিনি জমিয়তুল ফালাহ মসজিদ ঘিরে ইসলামী কর্মকান্ডের মাধ্যমে মুসল্লিদের বড় উপকার করে গেছেন।

আন্তর্জাতিক শাহদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও আল্লামা জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন পিএইচপি পরিবার ও পর্ষদের চেয়ারম্যান সুফি মুহম্মদ মিজানুর রহমান। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মোজাহেদুল ইসলাম চৌধুরী, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মুহম্মদ আলাউদ্দিন, সৈয়দ সিরাজুল মোস্তফা, মওলানা জসিমুদ্দিন আজহারি, ইসলামী ফ্রন্টের মহাসচিব স.. সামাদ, সায়েখ ড. সাইফুল আজম বাবর আজহারি, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক আবু আসাদ মুহম্মদ বুরহান উদ্দিন, মাওলানা নুর মোহম্মদ সিদ্দিকী, হাফেজ মওলানা আহমদুল হক, প্রফেসর কামাল উদ্দিন, . জাফর উল্লাহ, ইমাম মুফতি মওলানা জালাল উদ্দিন, ব্যরিস্টার আবু সাঈদ মোহম্মদ কাশেম প্রমুখ। মাহফিল শেষ দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী