সীতাকুণ্ডে পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহের অ্যাডভোকেসি সভা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:১০ পূর্বাহ্ণ

আগামী ৯১৪ ডিসেম্বর পর্যন্ত ‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। এরই অংশ হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অ্য্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ, প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবতীর্,বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন। প্রধান অতিথি বলেন, সীতাকুণ্ডকে মডেল উপজেলায় পরিণত করার জন্য পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবার উপর গুরুত্ব দেয়া হয়। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার শূণ্যে নামিয়ে আনার লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগ নিরলস কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকলমি ফুলের বাড়ি